ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

ভাষাসংগ্রামী এম এ ওয়াদুদের জন্মবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ১ আগস্ট ২০২১

ভাষাসংগ্রামী এম এ ওয়াদুদের ৯৬তম জন্মবার্ষিকী আজ। তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র, বিভিন্ন আন্দোলনে নেতৃত্বদানকারী ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাকালীন সদস্য এম এ ওয়াদুদ ১৯২৫ সালে চাঁদপুর জেলার রাঢ়ির চর গ্রামে জন্মগ্রহণ করেন।

এম এ ওয়াদুদ গণতান্ত্রিক যুবলীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী।

ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এম এ ওয়াদুদ ১৯৪৮ ও ১৯৫২ সালে দু’বার জেল খাটেন। ১৯৪৯ সালে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধুসহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন। ১৯৫৩-৫৪ সালে তিনি প্রাদেশিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৮৩ সালের ২৮ আগস্ট মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি বাঙালির ভাষা, স্বাধিকার ও অর্থনৈতিক মুক্তির সব আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাবা।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি